শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগানিস্তানের প্রস্তাবে সাড়া দেয়নি ভারত

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৬:১৯

ভারতের মাটিতে নিজেদের ঘরোয়া ম্যাচ আয়োজন এবং অনুশীল ক্যাম্পের অনুমতি দেয়ার আবেদন করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড-এসিবি। তবে এসিবির অনুরোধ প্রত্যাখ্যান করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই।  

বিশ্বের দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা গড়তে নিজ খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ দিতে বিসিসিআইর প্রতি অনুরোধ জানিয়েছিল এসিবি। তবে ‘এটা সম্ভব নয়’ উল্লেখ করে তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিসিসিআই এর প্রশাসনিক কমিটি-সিওএ।

আরও পড়ুন : প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে: ওবায়দুল কাদের

সিওএ’র সর্বশেষ বৈঠক শেষে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানের খেলোয়াড়দের সমন্বয়ে তাদের ঘরোয়া ম্যাচ বা টুর্নামেন্ট আয়োজন করা বিসিসিআইর পক্ষে সম্ভব নয়।’

এর আগে ভারতের মাটিতে আফগানিস্তান প্রিমিয়িার লিগ টি-২০ টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ করেছিল এসিবি। সে প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিল বিসিসিআই।

ইত্তেফাক/কেআই