বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ শাহজাদ

আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৩:৪৯

অখেলোয়াড় সুলভ আচরণের কারণে জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এসিবিকে না জানিয়ে দেশের বাইরে যাওয়ায় এ শাস্তি পেতে হলো শাহজাদকে। শুধুমাত্র নিষেধাজ্ঞাই নয় কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেয়া হয়েছে শাহজাদকে।

শনিবার আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে এসিবি জানায়, ‘এর আগেও অনেকবার বোর্ডের আচরণ বিধি ভঙ্গ করেছেন শাহজাদ। ওয়ানডে বিশ্বকাপের সময় দলের শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে ডিসিপ্লিনারি কমিটিতে ডাকা হয়। কিন্তু তিনি কমিটির সভায় আসেননি।’

দ্বাদশ বিশ্বকাপের মাঝপথে শাহজাদকে শেষ পর্যন্ত ইনজুরি দেখিয়ে দেশে ফেরত পাঠিয়েছিলো এসিবি। পরে দেশে ফিরে আসেন তিনি। দেশে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোর্ডের বিপক্ষে নিজের অভিমত তুলে ধরেন শাহজাদ।

ইত্তেফাক/এমআর