শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বার্সা থেকে ধারে বায়ার্নে কুটিনহো

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৬:০৭

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ব্রাজিল তারকা ফিলিপ কুটিনহোকে ধারে দলভূক্ত করছে জার্মান দল বায়ার্ন মিউনিখ। আগামী কয়েকদিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেন, নাম নয়, গুণগত মানটাই মুখ্য। 

লিভারপুল থেকে ২০১৮ সালের জানুয়ারি মাসে ১৪২ মিলিয়ন ইউরোতে বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হন কুটিনহো। ৭৬ ম্যাচ থেকে ২১ গোল করেছেন ২৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। তবে এতোটুকু পারফরমেন্সে সন্তুষ্ট হতে পারছে না বার্সা। তাই কুটিনহোরকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। এরপরই বিভিন্ন ক্লাব থেকে বার্সার সঙ্গে যোগাযোগ করা হয়। 

আরও পড়ুন : ইউক্রেনের একটি হোটেলে আগুন, নিহত ৮

এমন সময়ে কুটিনহোর ন্যু ক্যাম্প ছাড়ার খবর আসল, যখন জাতীয় দলে তার সতীর্থ নেইমারের পুনরায় ক্লাবটিতে ফেরৎ আসার বিষয়ে আলোচনা হচ্ছে। নেইমারকে দলভূক্ত করায় যাতে ক্লাবটির খরচ না বাড়ে তাই কুটিনহোকে ছেড়ে দেয়া হচ্ছে। বায়ার্ন ছাড়াও কুটিনহোকে দলভূক্ত করার আলোচনায় ছিলো দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও আর্সেনাল। 

ইত্তেফাক/কেআই