শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফিক্সিংয়ের কথা স্বীকার করলেন শারজিল

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:৪২

শেষ পর্যন্ত স্পট ফিক্সিংয়ের কথা স্বীকার করলেন পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার শারজিল খান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০১৭ স্পট ফিক্সিং-এর দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন শারজিল খান। অবশেষে নিজের ওই কুকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

পুনরায় খেলায় ফিরতে হলে শারজিলকে দোষ স্বীকারের শর্ত দেয় পিসিবি। তারই প্রেক্ষিতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে এ ব্যাটসম্যান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন শারজিল। 

আরও পড়ুন : কমলাপুরে ট্রেনের পরিত্যক্ত বগিতে ছাত্রীর মৃতদেহ

শারজিলের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য আমি পিসিবি, আমার সতীর্থ, ভক্ত ও পরিবারের সবার কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়ার পাশাপাশি আশ্বাস দিচ্ছি যে, ভবিষ্যতে নিজের কাজের প্রতি আরও বেশি দায়িত্বশীল হবো।’

২০১৭ সালে পিএসএলের আসরে ইসলামাবাদ ইউনাটেডের হয়ে খেলেছিলেন শারজিল। ব্যাটিং-এ বেশ কিছু বল ডট করার জন্য জুয়াড়িদের কাছ থেকে দুই মিলিয়ন রুপি নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা মিললে শারজিলকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি।’

ইত্তেফাক/কেআই