মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৪৮ সালের পর সর্ব নিম্ন রানের রেকর্ড ইংল্যান্ডের

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে আজ শুক্রবার হেডিংলিতে মাত্র ৬৭ রানে গুটিয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড। যা অস্ট্রেলিযার বিপক্ষে ১৯৪৮ সারের পর তাদের সর্বনিম্ন রানের রেকর্ড।

সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা ইংল্যান্ড প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৭৯ রানের বিপক্ষে লিড নেয়ার আশা নিয়ে খেলতে নামে। কিন্তু জেসন রয়ের ৯ রানের পর অধিনায়ক জো রুট টানা দ্বিতীয় গোল্ডেন ডাক মেরে আউট হলে শুরুতেই ধাক্কা খায় ইংলিশরা। এরপর ররি বার্নস ৯, বেন স্টোকস ৮, জনি বেয়ারস্টো ৪ এবং জস বাটলার ৫ রানে আউট হলে দলীয় ৫৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

অসি পেসার জশ হ্যাজেজলউড ৩০ রানে ৫টি এবং আরেক পেসার প্যাট কামিন্স ২৩ রানে ৩টি এবং প্যাটিনসন ৯ রানে ২ উইকেট শিকার করলে শেষ পর্যন্ত ২৭ দশমিক ৫ ওভারে ৬৭ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়তে বাধ্য হয় ইংল্যান্ড।

ইত্তেফাক/এএম