বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফটোসেশনে ইউএস ওপেন রানী বিয়াঙ্কা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪০

ইউএস ওপেনের নারী এককের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারানোর পর থেকেই স্বপ্নীল সময় কাটছে কানাডিয়ান টেনিস সেনসেশন বিয়াঙ্কা আন্দ্রেস্কুর। গত রবিবার ইউএস ওপেন শিরোপা নিয়ে নিউ ইয়র্কের রকফেলার সেন্টারের ছাদে ছবি তোলেন ১৯ বছর বয়সী ইউএস ওপেন টেনিসের নতুন এই রানী।

শিরোপা প্রত্যাশী  অভিজ্ঞ সেরেনাকে হারানোর পর থেকে হাওয়ায় ভাসতে থাকা বিয়াঙ্কা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। সেরেনা যখন প্রথম ইউএস ওপেন জিতেছিলেন তখন বিয়াঙ্কার জন্মই হয়নি। বিয়াঙ্কা মারিয়া শারাপোভার পর প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন।

শনিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচটিতে কিছুটা নড়বড়ে ছিলেন ৩৭ বছর বয়সী সেরেনা। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান বিয়াঙ্কা। প্রথম সেট দাপটের সঙ্গে জিতে নেন ৬-৩ গেমে।

আরো পড়ুন: বিয়াঙ্কায় স্বপ্নভঙ্গ সেরেনার

পরে দ্বিতীয় সেটেও ৫-১-এ এগিয়ে যান। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সেরেনা। ৫-৫-এ সমতায় ফেরেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৬-৩, ৭-৫ গেমে জিতে প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ট্রফিতে চুমু খান আন্দ্রেয়ে।

ইত্তেফাক/মোস্তাফিজ