বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশ দলে পরিবর্তনের ছড়াছড়ি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৩

টেস্টের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও ঘরের মাঠে আফগানদের কাছে হেরেছে বাংলাদেশ। সেই লজ্জা থেকে বেরিয়ে আসতে দলে পরিবর্তন আনা হয়েছে। 

দলে নেওয়া হয়েছে মোহাম্মদ নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লবকে। আর প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। দুই পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলামকেও দলে টানা হয়েছে। নেওয়া হয়েছে অলরাউন্ডার আমিনুলকে। 

বাদ পড়াদের মধ্যে রয়েছেন সৌম্য সরকার। আর না খেলে বাদ পড়েছেন ইয়াসিন আরাফাত, মেহেদি হাসান এবং আবু হায়দার।

সিরিজের চতুর্থ ম্যাচ হবে ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম। এ দিন বাংলাদেশ জিম্বাবুয়ের মুখোমুখি হবে। এরপর ২১ সেপ্টেম্বর আবারো আফগানদের বিপক্ষে লড়বে টাইগাররা।

এর আগে গতকাল মিরপুর স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। 

বাংলাদেশ টি-টোয়েন্টি একাদশ: 

সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।

ইত্তেফাক/জেডএইচ