শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডর্টমুন্ডের মুখোমুখি মেসির বার্সা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০২

বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবার আগে দারুণ এক অনুপ্রেরণাই পেয়েছে। প্রায় দেড় মাস পর চোট কাটিয়ে দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। এদিকে দিনের অন্য ম্যাচে পুরোনো শত্রু ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি হবে আরেক স্প্যানিশ দল অ্যাটলেটিকো মাদ্রিদ।

গেল মৌসুমের শুরুতে অধিনায়কের বাহুবন্ধনী পাওয়ার পর লিওনেল মেসি জানিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ন্যু ক্যাম্পে ফিরিয়ে আনতে প্রাণপণ চেষ্টাই করবে তার দল। কিন্তু লিভারপুলের কাছে সেমিফাইনালে হারলে সে লক্ষ্য পূরণ হয়নি দলটির। তবে চলতি মৌসুমের শুরুতে এমন কিছু না বললেও মেসি যে চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া সেটা তার সাম্প্রতিক সাক্ষাত্কারেই পরিষ্কার হয়ে গেছে।

কাফ মাসলের ইনজুরি চলতি মৌসুমের একটি ম্যাচেও মেসিকে বার্সার জার্সি গায়ে মাঠে নামতে দেয়নি। ফলে বার্সেলোনাও ধুঁকছে লা লিগায়। চারটি ম্যাচ খেলে জিতেছে মাত্র দুইটিতে, যার দুইটিই এসেছে ঘরের মাঠে। আজ রাতে বার্সা বরুসিয়ার বিপক্ষে খেলবে তাদের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে। তার ঠিক আগমুহূর্তে অধিনায়ক মেসি যোগ দিয়েছেন দলীয় অনুশীলনে। ডর্টমুন্ডের বিপক্ষে খেলাটাও প্রায় নিশ্চিত। মেসির ছোঁয়ায় যে কাতালান দলটি নিজেদের অ্যাওয়ে ভাগ্য বদলাতে চাইবে তা বলাই বাহুল্য।

এদিকে চোট কাটিয়ে দলীয় অনুশীলনে ফিরেছেন আরেক ফরোয়ার্ড উসমান দেম্বেলেও। এর আগে ‘এফ’ গ্রুপে ইন্টার মিলান ও স্লাভিয়া প্রাহার ম্যাচটি দিয়েই চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু করবে।

শিরোপাধারী লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দেই আছে। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে কোচ য়ুর্গেন ক্লপের দল। এ সময়ে ১৫ গোল করার বিপরীতে তারা হজম করেছে মাত্র চারটি গোল। এমন অদম্য ফর্ম নিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে দলটি। ‘ই’ গ্রুপের ম্যাচে আজ ইউরোপ সেরা দলটির প্রতিপক্ষ ন্যাপোলি।

গেল বছর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বে জুভেন্তাসের মাঠে ২-০ গোলে জিতেও পরের লেগে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের কবলে পড়ে বিদায় নিতে হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদকে। রোহিব্ল্যাংকোদের সঙ্গে ক্রিশ্চিয়ানোর এমন বৈরি সম্পর্ক নতুন কিছু নয় মোটেও। রিয়াল মাদ্রিদে থাকার সময়েও পড়শীদের সমস্যার কারণ হয়ে দাঁড়াতেন রোনালদো। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে তো মূর্তিমান আতঙ্কই ছিলেন তিনি! ’১৪ ও ’১৭ সালের দুই ফাইনালে এই রোনালদোর কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল দলটির।

চলতি মৌসুমের শুরুটাও সেই পুরোনো শত্রুর মুখোমুখি হয়েই করছে কোচ দিয়েগো সিমিওনের দল। আজ রাতে নিজেদের মাঠে জুভেন্তাসকে আতিথ্য দেবে তারা। গেল মৌসুমের সেমিফাইনালিস্ট আয়াক্স আজ রাতে নিজেদের মাঠে ফরাসি দল লিলের মুখোমুখি হবে।

ইত্তেফাক/এএম