বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রেহাই পেলেন কার্তিক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৪

ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিকের শর্তহীন ক্ষমা গ্রহণ করেছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচ চলাকালে ড্রেসিং রুমে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সি পরে ঢোকার অপরাধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

কার্তিক নোটিশের জবাব দিয়ে জানান, কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাককালামের আমন্ত্রণে তিনি পোর্ট অব স্পেনে গিয়ে ত্রিনিবাগোর জার্সি গায়ে ম্যাচটি দেখেছেন। 

বোর্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘কারণ দর্শানোর নোটিশপত্র দেওয়ার পর দিনেশ যে জবাব দিয়েছে সেটা গ্রহণ করা হয়েছে। সব কিছুর এখানেই শেষ।’ 

আরও পড়ুন: এখনো ফাইনাল সম্ভব

নিয়ম অনুযায়ী বোর্ডের কাঠামোর মধ্যে থাকা কোনো ভারতীয় ক্রিকেটারই আইপিএল বাদে অন্য কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলতে পারবেন না।

ইত্তেফাক/এসআর