শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিয়মরক্ষার ম্যাচে আফগানদের বিপক্ষে জিততে চায় জিম্বাবুয়ে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪০

প্রথম তিন ম্যাচ হেরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে জিম্বাবুয়ের। তাই লিগ পর্বে জিম্বাবুয়ের শেষ ম্যাচটি নিয়মরক্ষার। আগামীকাল শুক্রবার সেই নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে তারা। এজন্য টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে অন্তত জয়ের স্বাদ নিতে মরিয়া জিম্বাবুয়ে।

অপরদিকে, জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে আফগানিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ১২ ম্যাচ জিতে ইতোমধ্যে বিশ্বরেকর্ড করেছে আফগানরা।

ঢাকায় ত্রিদেশীয় সিরিজ খেলতে আসার আগে টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ১০ ম্যাচ জিতেছিলো আফগানিস্তান। তবে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড দখলে ছিলো আফগানদেরই দখলে। ২০১৬’র ২৭ মার্চ থেকে ২০১৭’র ১২ মার্চ পর্যন্ত টানা ১১ ম্যাচ জিতে পাকিস্তানের রেকর্ড ভাঙ্গে আফগানরা।

আরো পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে আমিনুলের খেলা নিয়ে শঙ্কা

তাই এবার নিজেদের ছাড়িয়ে যাবার ভালো সুযোগ পেয়েছিলো আফগানিস্তান। অবশেষে লিগের প্রথম পর্বে জিম্বাবুয়ে ও বাংলাদেশকে হারিয়ে টানা ১২ ম্যাচ জয়ের নয়া বিশ্বরেকর্ড গড়ে আফগানিস্তান।

ইত্তেফাক/এমআর