শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জিদানের বিকল্প ভাবা হচ্ছে যাদের

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৫

খেলোয়াড়ি জীবনে কাঙ্ক্ষিত সকল ট্রফি জয়ী কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান কোচ হিসেবেও দেখিয়েছেন অনন্য কৃতিত্ব। রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়ন লিগ শিরোপা জিতিয়ে ছাড়েন শান্তিয়াগো বার্নাব্যু। এরপর থেকেই দুঃসময় নেমে আসে রিয়াল শিবিরে। জিদানের জায়গায় এসে ব্যর্থ হন লোপেতেগি। আপদকালীন সময়ে বিপর্যয় ঠেকাতে ব্যর্থ হন সোলারিও। শেষমেষ এক বুক আশা নিয়ে জিদানকে ফিরিয়ে আনেন ক্লাবের সভাপতি পেরেজ। তাতেও কাজ হচ্ছে না, কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোহীন রিয়াল মাদ্রিদ। এক বছর আগে বীরের-বেশে রিয়াল মাদ্রিদ ছাড়া জিদান এখন লজ্জার বিদায়ের মুখে। ইতোমধ্যেই তার বিকল্পও ভাবছে ক্লাব কর্তৃপক্ষ!

মার্কার খবর অনুযায়ী, পেরেজ কোচ খোঁজার ক্ষেত্রে চাকরিহীন ও রিয়াল মাদ্রিদ বি দলের দিকেই বেশি লক্ষ্য রাখেন। সেই বিবেচনায় নাম উঠে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়া হোসে মরিনহো, জুভেন্টাসের সাবেক বস মাস্সিমিলিয়ানো আলেগ্রি ও রিয়াল মাদ্রিদের সাবেক ক্যাপ্টেন রাউল গঞ্জালেস।

জিদানকে ছাঁটাই করতে ক্লাবটির কত খরচ হবে ভাবা হচ্ছে তা নিয়েও। স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত’র খবরে বলা হয়, জিদানকে সরাতে চাইলে ৮০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে ক্লাবটিকে।

ইত্তেফাক/এএম