বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফিফের জোড়া আঘাতের পর মুস্তাফিজের হানা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩২

বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়েই যেন উড়ছিল আফগানিস্তান। ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে আফগানরা সংগ্রহ করে ৭৫ রান। শেষ পর্যন্ত দশম ওভারে এসে জোড়া আঘাত হানেন আফিফ হোসেন। হজরতুল্লাহ জাজাই ও আসগর আফগানের উইকেট তুলে নেন এক বলের ব্যবধানে। 

পরের ওভারে মুস্তাফিজ ফেরান আরেক ওপেনার রহমতউল্লাহ গুরবাজকে। জাজাই ৩৫ বল থেকে ৪৭ এবং রহমতউল্লাহ ২৭ বল থেকে ২৯ রান করেন। ১১ ওভারের খেলা শেষে আফগানদের সংগ্রহ তিন উইকেটে ৮৩ রান। 

এর আগে ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।

এই ম্যাচে চোটের জন্য ছিটকে গেছেন তরুণ লেগ স্পিনিং অলরাউন্ডার আমিনুল ইসলাম। তার জায়গায় দলে ফিরেছেন সাব্বির রহমান।

দু’দলই ইতোমধ্যে সিরিজে ফাইনাল নিশ্চিত করেছে। অপরদিকে বিদায় হয়ে গেছে অপর দল জিম্বাবুয়ের। 

বাংলাদেশ: সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, সাব্বির রহমান।

ইত্তেফাক/কেআই