বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রথমার্ধ জার্মানির, দ্বিতীয়ার্ধ আর্জেন্টিনার

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১০:৩৮

দুই দলেই ছিলো বেশিরভাগ নতুন মুখ। চোট জর্জরিত জার্মানির দলে যেমন ছিলো না সিনিয়র খেলোয়াড়রা, তেমনি নিষেধাজ্ঞার কবলে পড়ে খেলা হয়নি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির। দলে ছিলেন না সার্জিও এগুয়েরো ও ডি মারিয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও। তারুণ্য নির্ভর এই লড়াইয়ে দুই দলই থাকলো সমানে সমান। প্রথমার্ধে অদম্য জার্মানির কাছে দুই গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় দুর্দান্ত আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট শেষে ফলাফল ২-২।

শুরু থেকেই আর্জেন্টিনাকে চেপে ধরে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় জার্মানি। কয়েকদিন আগেই টটেনহ্যামকে গোল বন্যায় ভাসানো গিন্যাব্রেরি গোল করে এগিয়ে দেন দলকে। ২২তম মিনিটে জার্মানির পক্ষে দ্বিতীয় গোলটি করেন হাভার্টজ। 

দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক জার্মানি ব্যস্ত হয়ে পড়ে আর্জেন্টাইনদের আক্রমণ সামলাতে। আর্জেন্টিনা ব্যবধান কমায় ৬৬ মিনিট। সতীর্থ খেলোয়াড় আকুনার বাড়ানো বল হেডে জালে জড়ান আলারিও। মিনিট চারেক পরই সমতায় ফেরার সুযোগ পায় আর্জেন্টিনা। এ যাত্রায় জার্মানিকে রক্ষা করেন টের স্টেগেন। তবে শেষরক্ষা করতে পারেননি। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আলারিওর গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা।

ইত্তেফাক/এএম