বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশের ক্রিকেট সিস্টেমকে দায়ী করলেন মিসবাহ

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২২:২৮

নিজ মাঠে শ্রীলংকার কাছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার জন্য দেশের ক্রিকেট ব্যবস্থাকে দায়ী করলেন পাকিস্তান কোচ মিসবাহ উল হক।

পাকিস্তান দলের প্রধান কোচ ও নির্বাচকের দায়িত্ব পালন করা মিসবাহ বলেন দ্বিতীয় সারির শ্রীলংকার কাছে ০-৩ ব্যবধানে টি- টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় তার চোখ খুলে গেছে এবং মূল সমস্যা হচ্ছে দেশের ক্রিকেট ব্যবস্থায় বড় ধরনের কিছু ভুল আছে।

পাকিস্তান ক্রিকেটে প্রথমবারের মত প্রধান কোচ ও প্রধান নির্বাচক গুরুত্বপূর্ণ দুই দায়িত্ব পাওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়া মিসবাহ ঘরোয়া পর্যায়ে মেধাবী ক্রিকেটারের অভাবকেও দায়ী করেন।

লাহোরে গতকাল রাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে মিসবাহ বলেন,‘এই সিরিজ আমাদের এবং সকলের চোখ খুলে দিয়েছে। বেশ কিছু দিন যাবত এই এক খেলোয়াড়রাই ঘুরে ফিরে মাঠে নামছে। কম বেশি প্রায় এই দলটিই আমাদের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠিয়েছে এবং প্রায় তিন/চার বছর যাবত এক সাথে খেলছে।’

তিনি আরো বলেন, ‘একই সাথে এ সিরিজটি আমাদের সিস্টেমের চোখ খুলে দেয়ার ফসলও। মূল খেলোয়াড়দের ছাড়া একটি দলের কাছে আমরা যদি হেরে যাই, তবে কিভাবে চিন্তা করি যে, আমরা এক নম্বর দল।’

আরো পড়ুন: আগারওয়ালের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

খেলার সব বিভাগেই শ্রীলংকা দল পাকিস্তানকে পরাস্ত করেছে উল্লেখ বরে মিসবাহ বলেন, ‘আমরা খারাপ খেলেছি এবং তাদের বিপক্ষে কোন বিভাগেই আমরা সেরাটা খেলতে পারিনি। শ্রীলংকা সব বিভাগেই আমাদের পরাস্ত করেছে, সিরিজটি ছিল বলতে গেলে এক পেশে।’

এমনভাবে সিরিজ পরাজয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে মিসবাহ বলেন, ‘হ্যাঁ, সিরিজ পরাজয়ের দায়িত্ব আমি নিচ্ছি। এটা খুবই হতাশাজনক এবং আমরা খুবই খারাপ খেলেছি। তবে এই দলটিই আমাদের এক নম্বরে উঠিয়েছে। একই খেলোয়াড়রা প্রায় তিন/চার বছর যাবত খেলছে।’

ইত্তেফাক/এমআর