শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাঙ্গুলিকে লক্ষ্মণ-শেবাগের শুভেচ্ছা

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৫:৪৮

দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের হাতে থাকা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এর দায়িত্বে একজন বাঙালী। এবার নতুন করে পথ চলা শুরু হবে বিসিসিআই-এর। একসময় অধিনায়ক সৌরভ ভারতীয় ক্রিকেটকে নতুনভাবে পথ দেখিয়েছিলেন। সেই সৌরভ এবার প্রশাসকের ভূমিকায়। প্রশাসক সৌরভের ওপর আস্থা রাখছেন তার জাতীয় দলের সতীর্থ লক্ষ্মণ-শেবাগও। 

নতুন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে টুইট করে শুভেচ্ছা জানিয়ে ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার জন্য সৌরভ গাঙ্গুলিকে অভিনন্দন জানাই। এ বিষয়ে আমার মনে কোনও সন্দেহ নেই, যে তোমার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট উন্নতি করবে। নতুন ভূমিকায় তোমার সাফল্য কামনা করি, দাদা ‘রিটুইট করে সৌরভ লিখেছেন, ‘ধন্যবাদ ভিভিএস। তোমাকেও পাশে থাকতে হবে।’

লক্ষ্মণের পাশাপাশি বীরেন্দ্র শেবাগও নিজের মতোই টুইট করে সৌরভকে অভিনন্দন জানিয়েছেন।  

আরও পড়ুন : আবরার হত্যা মামলার আসামি নাজমুস সাদাত দিনাজপুরে গ্রেফতার

সোমবার মনোনয়ন জমা দিয়েই লক্ষ্য স্থির করে ফেলেছেন নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। প্রথম শ্রেণির ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা থেকে স্বার্থের সংঘাত ইস্যু। সর্বোপরি বোর্ডের ভাবমূর্তি ফেরাতে উদ্যোগী সৌরভ। 

ইত্তেফাক/কেআই