মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফিফা সভাপতি আসছেন আজ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৫:০৬

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক দিনের শুভেচ্ছা সফরে আজ বুধবার বিকালে বাংলাদেশে আসছেন। বাংলাদেশে কোনো ফিফা সভাপতির চতুর্থ সফর এটি। এর আগে আশির দশকে হোয়াও হ্যাভেলাঞ্জ প্রথম ফিফা সভাপতি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। এরপর ২০০৬ ও ২০১২ সালে বাংলাদেশে এসেছিলেন সেপ ব্ল্যাটার।

 

৫০ ছুঁইছুঁই ফিফা সভাপতির সঙ্গে আসবেন ফিফার ডেপুটি সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্টর্ম, চিফ অব কমিউনিকেশন্স অনফ্রে কস্তা, এশিয়া ও ওশেনিয়ার সদস্য সংস্থাগুলোর ব্যবস্থাপক সঞ্জীবন বালাসিংঘম ও ইনফান্তিনোর অফিস ম্যানেজার ফ্রেদেরিকো র্যাভিংলিওন।

আরো পড়ুন : পাকিস্তান সফরে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

আজ বিকালে মঙ্গোলিয়া থেকে ব্যক্তিগত বিমানে করে ঢাকায় পা রাখার পর আগামীকাল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন তিনি। এরপর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীনের সঙ্গে বৈঠক শেষে লাওসের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।

 

ইত্তেফাক/ইউবি