শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘খেলোয়াড়রা গেম প্লেন অনুযায়ী খেলেছে’

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০২:৩১

র‌্যাংকিংয়ের বিচারে শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়েছে বাংলাদেশ ফুটবল দল। ভারতকে কাঁপিয়ে দিয়ে অসাধারণ খেলে জয়ের সমান ড্র করেছে জেমি ডের শিষ্যরা। তাইতো খেলোয়াড়দের প্রশংসা করতে ভুল করেননি বাংলাদেশ কোচ। 

বুধবার বিকালে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। এসময় কোচ জেমি ডেসহ তার শিষ্যদের হাস্যোজ্জ্বল মুখে দেখা যায়। উপস্থিত সাংবাদিকদের কোচ জানান, খেলোয়াড়রা গেম প্লেন অনুযায়ী খেলতে পেরেছে। 

কোচ জেমি বলেন, ‘আমি মনে করি আমরা খুবই ভাল খেলেছি। সব কৃতিত্ব খেলোয়াড়দের। কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যেও ব্যতিক্রমীভাবে ভাল খেলেছে। জয়ের জন্য অগ্রগামিতা ধরে রাখতে পারিনি বলে আমরা হতাশ হই। তারপরও আমি খেলোয়াড়দের কৃতিত্ব দেই।’

আরো পড়ুন: পুলিশ ফাঁড়িতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

তিনি আরো বলেন, ‘আমরা বেশকটি সুযোগ পাই। দ্বিতীয় গোলটি পেলে দুর্দান্ত হতো যা গোললাইন থেকে ফিরিয়ে দেওয়া হয়। আমি মনে করি সেটা হলে খেলাটি সেখানেই শেষ হয়ে যেত।’

মঙ্গলবার বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাইপর্বে কলকাতার যুব ভারতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। অসাধারণ খেলে শেষপর্যন্ত ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।

ইত্তেফাক/জেডএইচ