মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে ক্রিকেটাররা: বিসিবি সভাপতি

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:৪৫

ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ডাকা ধর্মঘট ও খেলা বয়কটের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, 'বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে ক্রিকেটাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ক্যাম্প ও খেলা বয়কট পরিকল্পিত।' মঙ্গলবার বিকালে বিসিবিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'কারা দেশের বিরুদ্ধে কাজ করছে, বাইরেরগুলোকে আমরা চিনি, আমি কিছুদিন সময় চাচ্ছি, এগুলো খুঁজে বের করতে হবে। তোমরা যদি না খেল, প্লেয়াররা যদি না খেলে, আমার কী করার, কিন্তু তাদের লাভ কি সেটা বুঝতে পারছি না।'

ধর্মঘটে অংশ নেওয়া ক্রিকেটারদের এই পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, 'আমার মনে হয়, ওদের সবাই জানে না তারা কি করছে। তাদের বেশিরভাগই জানে না আসল পরিকল্পনা কি। মাত্র দুই-একজন নেতৃত্ব দিচ্ছে, বাকিরা পিছে এসেছে।'

বিসিবি সভাপতি বলেন, 'ক্যাম্প শুরু হচ্ছে, প্লেয়াররা যদি না যায়, আমার কিছু বলার নাই। আমরা যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। যখনই কিছু করতে যাই, তখনই এমন কিছু করা, আমার মনে হয় এগুলো দাবি না। দাবি পেশ না করে খেলা বন্ধ করে, এটা হয় কিভাবে! বিসিবি নিয়ে যা কিছু বলুক, আমাকে নিয়ে যা কিছু বলুক, কিন্তু খেলা বন্ধ! তারা এখনো দাবি পেশ করে নাই, কারণ তারা জানে আমরা মেনে নিব, তাই তারা যোগাযোগ পর্যন্ত করে নাই। এগুলা একটা ষড়যন্ত্রের অংশ।'

ক্রিকেটারদের দাবিগুলো নিয়ে নিয়ে তিনি বলেন, 'আপনারা জানেন, প্লেয়াররা কি কি পায়! এতদিন ছিল না, কন সমস্যা ছিল না, এখন আছে, এখন এমন দাবি কেন? প্লেয়ার ফি আমরা অনেক বেশি দিচ্ছি। অন্তত ২০ থেকে ২২টা দেশের চেয়ে বেশি দিচ্ছি। বাড়াতে হলে বলবে, এজন্য খেলা বন্ধ করে দেবে! ওরা যদি খেলতে চায়, ঘরোয়া আসরের সংখ্যা বাড়বে। ওরা খেলবে কিনা সেটা জিজ্ঞেস করেন। প্রিমিয়ার লীগ নিয়ে সমস্যা সমাধান হয়েছে। বাকিগুলো দেখছি, সেগুলোও ঠিক হয়ে যাবে।

তিনি জানান, ক্রিকেটারদের সঙ্গে এ প্রসঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফোন কেটে দিচ্ছে। তারা আগে আমাদের কিছু জানায়নি। কিন্তু এখন তারা আসলো না কেন সেটা বুঝতেছি না। তারা আসুক। আপনাদের কি মনে হয়, এই দাবিগুলোর কোনোটা বিসিবি মানতে পারবে না। ওরা যা চেয়েছে আমরা দিয়ে গিয়েছি। আপনারা শুধু বলেন, এটার মধ্য দিয়ে দেশের ক্রিকেটের কি লাভ হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি
 

এ সম্পর্কিত আরও পড়ুন