শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পোখারা থেকে এলো সোনালি সংবাদ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৮

নেপালে এসএ গেমসে চারটি সোনা জিতে যেন থমকে গিয়েছিল বাংলাদেশ। এই চারটি সোনার পদকই এসেছিল কাঠমান্ডু থেকে। অবশেষে পোখারা থেকে এল সোনালি সংবাদ। শনিবার মেয়েদের ভারোত্তোলনের ৭৬ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন মাবিয়া আক্তার। 

স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি সহ মোট ১৮৫ কেজি ওজন তুলে সেরা হয়েছেন তিনি। মাবিয়া পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্থি ও নেপালের তারা দেবীকে।

এই ইভেন্টে প্রিয়ন্তি স্ন্যাচে ৮১ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি। সব মিলিয়ে তিনি তোলেন ১৮২ কেজি। আর এই ইভেন্টে ব্রোঞ্জ জয়ী নেপালের ভারোত্তোলক পুন তারা দেবী তোলেন ১৭২ কেজি।

এর আগে তায়কোয়োন্দো থেকে দিপু চাকমা, কারাতের হোমায়রা আক্তার, মারজান আক্তার ও আল আমিন এসএ গেমসে সোনা জেতেন নেপালে।

ইত্তেফাক/বিএএফ