রাশিয়ায় ফিরলে পুতিনবিরোধী নাভালনির সাড়ে তিন বছর কারাদণ্ড

রাশিয়ায় প্রেসিডেন্ট পুতিনবিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি দেশে ফিরলে সাড়ে তিন বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে তার এক আইনজীবী জানিয়েছেন। তিনি জামিনের নীতি লঙ্ঘন করেছেন এই অভিযোগে তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। খবর রয়টার্সের
গত বুধবার নাভালনি ঘোষণা দিয়েছিলেন, রবিবার তিনি রাশিয়ায় ফিরতে পারেন। গত বছরের আগস্টে তাকে বিষ প্রয়োগ করার অভিযোগ ওঠে এবং তিনি জার্মানিতে চিকিৎসার জন্য যান। এরপর এক চিকিৎসক নাভালনিকে চলাফেরার জন্য সুস্থ বলায় রাশিয়ায় কারাগার কর্তৃপক্ষ তাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই ফিরে আসার আহ্বান জানান। এই মেয়াদ লঙ্ঘন করলে তাকে আরও কারাদণ্ড ভোগ করতে হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছিল। কারাদণ্ডের হুমকি থাকলেও নাভালনি জার্মানি থেকে দেশে ফেরার অঙ্গীকার করেন।
রুশ নিরাপত্তা সংস্থার টক্সিন দলের সদস্য কোনসতানতিন কুদ্রেইয়াভিস্তেভ বলেছিলেন, ‘প্রাণঘাতী রাসায়নিক নভিচক নাভালনির অন্তর্বাসে রাখা হয়েছিল। নাভালনির সঙ্গে ফোনালাপে কোনসতানতিন কুদ্রেইয়াভিস্তেভ সাইবেরিয়ার টমসক শহরে বিষ প্রয়োগে জড়িত অন্যদের কথাও জানিয়েছিলেন।’
ইত্তেফাক/কেকে