সুপেয় পানি পাচ্ছে সাড়ে ৩ হাজার পরিবার

সুপেয় পানি সংগৃহ করছেন এক নারী। ছবি : ইত্তেফাক
গোপালগঞ্জ প্রতিনিধি০৭:৫৪, ২১ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
টুঙ্গিপাড়ার পাটগাতী ও কুশলী ইউনিয়নের দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পাইপলাইনে সুপেয় পানি পাচ্ছে সাড়ে ৩ হাজার পরিবার।
উপকারভোগী জাকিয়া বেগম বলেন, বাড়িতে পাইপলাইনের মাধ্যমে সরকার পানি দিচ্ছে। নিরাপদ পানি পেয়ে আমরা উপকৃত হয়েছি।
আরও পড়ুন: জনপ্রিয় হয়ে উঠছে পলিথিনে ঢাকা বীজতলা
গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার জানান, পাটগাতী প্ল্যান্ট থেকে ঘণ্টায় দেড় লাখ লিটার নিরাপদ পানি উৎপাদন করে সকাল-বিকাল ২ হাজার পরিবারকে পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া কুশলী প্ল্যান্ট থেকে পানি পাচ্ছে কুশলী ও বর্ণি ইউনিয়নের দেড় হাজার পরিবারু।
ইত্তেফাক/ইউবি