বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নভোএয়ারের অষ্টম বর্ষপূর্তি উদযাপন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২০:৩৪

দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো। শনিবার (৯ জানুয়ারি) ছিল কেক কাটাসহ নানান কর্মসূচি।

অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান বলেন, ‘আমরা সবসময়ই যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপদ ভ্রমণে তাদের বিশ্বস্ততা অর্জন করেছি। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবার মান আরও বাড়াতে প্রতিনিয়ত নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।’

নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে নভোএয়ারের এমডি উল্লেখ করেন, ‘যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ এবং বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রীসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।’


নভোএয়ারের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ছিল কেক কাটা। ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৯ জানুয়ারি অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে নভোএয়ার। তাদের বহরে রয়েছে নিজস্ব ৭টি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ। এগুলো ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী এবং ভারতের কলকাতায় চলাচল করে থাকে।

ইত্তেফাক/বিএএফ