শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাইনাস ৪০ ডিগ্রিতেও চলবে চীনের যে বুলেট ট্রেন 

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১০:৫৫

তীব্র ঠান্ডা আবহাওয়ায় সঙ্গে খাপ খাইয়ে চলতে নতুন এক উচ্চগতি সম্পন্ন বুলেট ট্রেন তৈরি করেছে চীন। সিআর৪০০এএফ-জি নামের নতুন মডেলের ট্রেনটি মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রায় প্রতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারবে।  

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে গ্রুপ এই ট্রেন তৈরি করেছে। গত ৬ জানুয়ারি বেইজিংয়ে ট্রেনটি উদ্বোধন করা হয়। এটি চীনের রাজধানী বেইজিং এবং হেইলংজিগ্যাংয়ের রাজধানী হারবিনের মধ্যে চলাচলা করবে বলে আশা করা হচ্ছে। 

তবে ঠিক কবে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে তা দেশটির পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি।  

চায়না ডেইলির প্রতিবেদনে দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে গ্রুপের প্রধান নতুন ওই বুলেট ট্রেনের বিষয়ে ব্যাখ্যা করেছেন।  তিনি বলেছেন, ট্রেনটি যদি হারবিনে এক ঘণ্টার জন্য থামে (চীনের শীতলতম শহরের একটি )  তাহলে ট্রেনটির ব্রেক সিস্টেমে ফ্রিজ হয়ে যাবে।  তবে নতুন এই ট্রেনে ব্রেক ফ্রিজ হয়ে গেলেও টা মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে। 

তবে চীনই একমাত্র দেশ নয় যে এমন বুলেট ট্রেন তৈরি করেছে। এর আগে জাপানও এমন ট্রেন তৈরি করেছে। 

ইত্তেফাক/এসআর