বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

থাইল্যান্ডে ভ্রমণ: টিকা প্রাপ্তদের কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই

আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৭:০০

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা বলেছেন, ‘যারা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন তারা থাইল্যান্ড ভ্রমণে বিশেষ সুবিধা পাবেন। টিকা প্রদানের যথাযথ কাগজ দেখাতে পারলে তাদের এখানে এসে কোয়ারেন্টাইনে থাকতে হবে না।’ এক ঘোষণায় এ কথা জানান তিনি।

মহামারির কারণে চরম ক্ষতির মুখে পড়েছে থাইল্যান্ডের পর্যটন খাত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশটিতে আসা সকল পর্যটকদের জন্য ২ সপ্তাহের কোয়ারেন্টান বাধ্যতামূলক ছিলো। কিন্তু সেই অবস্থান থেকে সরে আসছে সরকার। দেশটির অন্যতম বৃহৎ খাতকে পুনরুজ্জীবিত করতে নতুন নিয়ম জারি করছে তারা।

গত অক্টোবরে থাইল্যান্ড বিদেশীদের জন্য সীমান্ত খুলে দিলেও কোয়ান্টাইনের নিয়মের কারণে অনেকেই সেখানে যাচ্ছে না। আশা করা যাচ্ছে, কোয়ারেন্টাইন নিয়মে শিথিলতা আনায় আবার জমে উঠবে পর্যটন।

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্থানীয় হোটেল মালিক ও ট্রাভেল এজেন্সিগুলো। জানা গেছে, শিগগির এই সিদ্ধান্তের বাস্তবায়ন করা হবে।

ইত্তেফাক/টিআর