শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাঙামাটিতে সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৮:৩৫

পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধিতে এবার রাঙ্গামাটির সকল পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১৪ দিন রাঙ্গামাটির পর্যটনকেন্দ্রসহ সকল হোটেল মোটেল বন্ধ থাকবে। বুধবার (৩১ মার্চ) জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

এদিকে দেশে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫২ জন। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৪৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৩৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে। 

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ৯০৫ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ লাখ ১৫ হাজার ৮৯৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৪৪৯ জন।

ইত্তেফাক/এসজেড