বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৯:২৮

দীর্ঘ সময় বন্ধ থাকার পর আগামী ১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে পারে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস (সৌদিয়া) এই সময়ের মধ্যে ফ্লাইট পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির যোগাযোগ বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ বিন আব্দুল কাদের তাস। 

এতে করে ওমরাহ ও হজ পালনকারীদের যাতায়াত সহজ হবে। এর আগে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছিল, আগামী ১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হতে পারে।

সৌদিয়া এক টুইট বার্তায় আন্তর্জাতিক ফ্লাইট শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছে। টুইটে কয়েকটি স্যুটকেসের ছবি দিয়ে সৌদিয়া জানিয়েছে, আপনি কি আপনার ব্যাগ গুছিয়েছেন?

করোনা ভাইরাসের নতুন প্রজাতি শনাক্তের পর গত ডিসেম্বরে সব ধরনের ফ্লাইটে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি। এর আগে ফ্লাইট চালু করার পরিকল্পনা নিলেও করোনা সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি। ভ্রমণের শর্ত হিসেবে টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হতে পারে।

ইত্তেফাক/এমআর