বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাঙ্গলকোটে অযত্নে পড়ে আছে বাল্লেগশাহ মসজিদ

আপডেট : ০৯ জুন ২০২১, ১২:২৮

নাঙ্গলকোটের ধাঁড়াচো খোন্দকার বাল্লেগশাহ ফকিরের তিন গম্বুজ জামে মসজিদটি ৯ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

ধাঁড়াচো গ্রামের শিক্ষাবিদ আব্দুল আউয়াল, পার্শ্ববর্তী মসজিদের মোতাওয়াল্লি ডা. মাকসুদুর রহমান বলেন, ‘ধর্ম প্রচারের উদ্দেশে বাল্লেগশাহ ফকির দিল্লি থেকে বাঙ্গড্ডা ইউনিয়নের ধাঁড়াচো গ্রামে আসেন। পরে তিনি ইট-সুরকি দিয়ে ভেতরে ও বাইরে বিভিন্ন কারুকার্যখচিত তিন গম্বুজবিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান বলেন, ‘খোন্দকার বাল্লেগশাহ ফকির মসজিদটি ঐতিহাসিক। মসজিদটি পরিদর্শন করে উপযোগিতা যাচাই করে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইত্তেফাক/এমআর