বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দক্ষিণ কোরিয়ায় 'কৃত্রিম সূর্য', তাপ আসল সূর্যের ছয় গুণ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০০:১৩

 দক্ষিণ কোরিয়ায় একটি পারমাণবিক চুল্লি সূর্যের কেন্দ্রের চেয়ে ছয় গুণের বেশি তাপমাত্রায় পৌঁছাতে পারে।  সেই কারণেই চুল্লিটিকে বলা হল দক্ষিণ কোরিয়ার 'কৃত্রিম সূর্য'।   

জানা গেছে,  এই চুল্লি তাপমাত্রায়  শুধু  ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস পৌঁছায়নি, এটি ২০ সেকেন্ডের বেশি সময় ধরে রাখতে পেরেছে।  এর আগে বিশ্বের আর কোনও চুল্লি এই মাত্রার তাপমাত্রা এত লম্বা সময় ধরে রাখতে পারেনি।

 মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, সূর্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বিভিন্ন রকম। এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যপৃষ্ঠের তাপমাত্রা ৫ হাজার ৬০০ ডিগ্রি সেলসিয়াসের মতো। 

ইত্তেফাক/এআর