Array
(
  [0] => Array
    (
      [0] => 
    )

)

শাড়ি পরেই নারীর স্টান্ট, অতঃপর ভাইরাল

শাড়ি পরেই নারীর স্টান্ট, অতঃপর ভাইরাল
শাড়ি পরেই স্টান্ট করছেন পারুল। ছবি: সংগৃহীত

ভারতের এক নারী শাড়ি পরেই করছেন স্টান্ট। তার সেসব স্টান্টের ভিডিও সামাজিক যোগাযগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, কোনো ঝামেলা ছাড়াই নির্ধিদ্বায় ব্যাকফ্লিপ ও ফ্রন্টফ্লিপ করছেন এই নারী।

এনডিটিভি-এর প্রতিবেদনে বলা হয়, ওই নারীর নাম পারুল আররা। তিনি ভারতের জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত একজন জিমনাস্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাবলীলভাবে ব্যাকফ্লিপ করে যাচ্ছেন তিনি। এসময় তিনি শাড়ি পরে ছিলেন। তাতেও কোনো বাঁধা অনুভব করেননি।

ভাইরাল হওয়ার পর, আরো কঠিন স্টান্ট করার সিদ্ধান্ত নেন পারুল। এবার চেষ্টা করেন ফ্রন্টফ্লিপের। অনেকে কয়েক বছর চেষ্টা করেও যথাযথভাবে একটি ফ্রন্টফ্লিপ দিতে সক্ষম হয় না। অথচ পারুল শাড়ি পরিহিত অবস্থাতেই কঠিন এই স্টান্টটি করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

ইত্তেফাক/টিআর

Nogod
 • সর্বশেষ খবর
 • সর্বাধিক পঠিত