শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অসুস্থ মালিকের জন্য হাসপাতালের বাইরে কুকুরের অপেক্ষা 

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১২:৫৬

মালিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এসময় তার একনিষ্ঠ পোষ্য কুকুর হাসপাতালের বাইরে অপেক্ষা করেছে দিনের পর দিন। এই ঘটনা তুরস্কের। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত ১৪ জানুয়ারি উত্তর-পূর্ব তুরস্কের কৃষ্ণ সাগর উপকূলের ট্রাবসন শহরের এক হাসপাতালে কেমাল সেন্ট্রাক নামে এক ব্যক্তিতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। এসময় তার পোষ্য কুকুর বনকাক অ্যাম্বুলেন্সকে অনুসরণ করে হাসপাতালে যায়।

প্রাইভেট সংবাদ সংস্থা ডিএইচএ বুধবার জানায়, ঐ কুকুর তার মালিক সুস্থ না হওয়া পর্যন্ত প্রতিনিয়ত হাসপাতালে গেছে। সেখানে তার মালিকের জন্য অপেক্ষা করেছে। 

সেন্ট্রাকের মেয়ে আয়নুর এগেলি বলেন, তিনি বনকাককে বাড়ি নিয়ে যান কিন্তু সে বারবার হাসপাতালে ছুটে আসে। 

ওই হাসপাতালের নিরাপত্তা রক্ষী বলেন, প্রতিদিন সকাল ৯ টা নাগাদ কুকুরটি আসতো এবং রাত পর্যন্ত অপেক্ষা করতো। তবে সে ভিতরে ঢুকতো না।

 আরও পড়ুন: ট্রাম্পকে ফোন করার পরিকল্পনা নেই বাইডেনের: হোয়াইট হাউজ 

এরপর গত বুধবার ওই কুকুরের মালিক হুইলচেয়ারে করে অল্প সময়ের জন্য তার পোষ্য কুকুরের সঙ্গে দেখা করে। বুধবারই হাসপাতাল থেকে ছাড়া পান সেন্ট্রাক এবং তার পোষ্য কুকুরকে নিয়ে বাড়ি ফিরেন। এপি 

ইত্তেফাক/এসআর