শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাঁচি বুবুর হালখাতা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১২:০৭

‘সু-খবর, সু-খবর। পাঁচি বুবুর মাছের দোকানে হালখাতা। যেসব ভাইয়েরা পাঁচি বুবুর দোকানে বাকিতে মাছ খেয়েছেন তাদের হালখাতা করার জন্য বলা হলো।’ শনিবার সকাল থেকে পাঁচি বুবু নামের এক নারী মাছ বিক্রেতা তার দোকানের বাকি টাকা তুলতে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামে মাইকিং করেন।

মাছের দোকানে বাকি টাকা তুলতে এই হালখাতার আয়োজন করেছেন পাঁচি বেগম (৪৫)। পাঁচি বুবু নামেই এলাকায় পরিচিত তিনি।

শনিবার বিকালে ওয়ালিয়া মাছ বাজারে গিয়ে দেখা যায়—মাছ ব্যবসায়ী পাঁচি বেগম তার দোকানে রঙিন চাঁদোয়া ও লাল-নীল আলো দিয়ে সাজিয়েছেন প্যান্ডেল। যারা তার দোকানে হালখাতা করছেন তাদের তিনি মিষ্টিমুখ করাচ্ছেন।

আরও পড়ুন: ভালো কাজের হোটেল

ব্যতিক্রমী এই হালখাতা সম্পর্কে জানতে চাইলে পাঁচি বুবু জানান, ‘তিনি গরিব একজন মাছ ব্যবসায়ী। তার দোকান থেকে অনেকেই মাছ বাকিতে কিনেছেন। তার দোকানে এখন মোট বাকি ৫০ হাজার টাকা। কিন্তু বাকি টাকা চাইলে ক্রেতারা টাকা দিতে চান না। অনেককে হালখাতার কার্ড দিলেও তাদের মনে থাকে না। তাই তিনি মাইকিং করে সবাইকে হালখাতার কথা জানাচ্ছেন।’

ইত্তেফাক/এমআর