বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মহাকাশে বেড়াতে একটি টিকিটের মূল্য ৪৬৫ কোটি টাকা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৪:৫৭

মানব ইতিহাসে প্রথমবার ব্যক্তিগত উদ্যোগে মহাকাশ স্টেশনে যাচ্ছে মানুষ। স্পেসএক্সের রকেটে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন চারজন। এর জন্য তাদের প্রত্যেককে ৫৫ মিলিয়ন মার্কিন ডলারের (৪৬৫ কোটি ৪৭ লাখ টাকার বেশি) টিকিট কাটতে হয়েছে।

বার্তা সংস্থা এসোসিয়েট প্রেসের বরাতে জানা যায়, আগামী বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো ব্যাক্তিগত উদ্যোগে কেউ মহাকাশ যাত্রা করতে যাচ্ছে। এর আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ব্যক্তিগত উদ্যোগে কেউ যাত্রা করেনি।

আরও পড়ুন: কপালে চোখ নিয়ে জন্মানো ছাগল দেখতে উপচেপড়া ভিড়

রকেটে কমান্ডার হিসেবে থাকবেন সাবেক নভোচারী মাইকেল লোপেজ আলজেরিয়া। তার সঙ্গে দামি টিকেট কেটে মহাকাশে যাচ্ছেন, মার্কিন উদ্যোক্তা ল্যারি কোনার, কানাডার ফিল্যানথ্রোপিস্ট মার্ক প্যাথি এবং ইসরায়েলি ফিল্যানথ্রোপিস্ট এইতান স্টিবে। 

এক্সিয়ম স্পেস সংস্থার আওতায় হবে এই ব্যক্তিগত ভ্রমণ। গত বছর নাসা থেকে এই যাত্রার খরচ ৫৮ মিলিয়ন মার্কিন ডিলার ধার্য্য করা হলেও পরবর্তীতে টা ৫৫ মিলিয়ন ডলারে নামিয়ে আনে এক্সিয়ম স্পেস।

ইত্তেফাক/টিআর