শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পানশালায় মিলছে টিকা, গ্রহণ করলেই পানীয় ফ্রি! 

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৮

ইসরায়েলে একটি পানশালাতেই দেওয়া হচ্ছে করোনার টিকা। আর ঐখানে করোনার টিকা গ্রহণ করলে বিনামূল্যেই পান করতে দেওয়া হচ্ছে অ্যালকোহলমুক্ত পানীয় । 

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ৪৩ শতাংশের বেশি মানুষকে এক ডোজ করে হলেও মার্কিন কোম্পানি ফাইজারের করোনার টিকা দেওয়া হয়েছে।   
করোনার সংক্রমণ বৃদ্ধির পর বিশ্বের বিভিন্ন দেশের মতো ইসরায়লেও পানশালা বন্ধ করে দেওয়া হয়।  

জানা গেছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবের জেনিয়া গ্যাস্ট্রোপব নামের পানশালাটি স্থানীয় পৌরসভার সঙ্গে মিলে এই টিকা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে। 

 ইসরায়েলের ওই পানশালায় টিকা নেওয়া মে প্যারেজ বলেন, সাবধানতাবশত আমাদেরকে অ্যালকোহলমুক্ত পানীয় দেওয়া হয়েছে। আমার মনে হয় এটি ভালো সুযোগ। 

ইত্তেফাক/এআর