শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্কুলের খাবারের মেন্যুতে মাংস নেই, তোপে মেয়র

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৯

ফ্রান্সের লিয়ন শহরের মেয়র সেখানকার স্কুলের দুপুরের খাবারের তালিকা থেকে মাংস বাদ দিয়েছেন। মেয়রের এই পদক্ষেপে সমালোচনা করেছে সরকার।

এ প্রসঙ্গে গ্রিন পার্টির সদস্য ও মেয়র গ্রেগরি ডুশে বলেন, করোনা ভাইরাসের বিধিনিষেধের মধ্যে এই পদক্ষেপ নেওয়ার ফলে খাবার প্রদানের সেবা আরো গতিময় ও দ্রুত হবে। ফরাসি সরকার মেয়রের এই কাজ সহজভাবে নিতে পারছে না। এর ফলে শিশুরা স্বাস্থ্যঝুঁকির মুখে পড়বে বলে অভিযোগ তুলেছে সরকারের কয়েক জন মন্ত্রী।

কৃষিমন্ত্রী জুলিয়েন ডেনরম্যান্ডি টুইট করেছেন, ‘আসুন আমরা আমাদের শিশুদের থালায় আদর্শ দেখানো বন্ধ করি। আসুন, ভালোভাবে বৃদ্ধির জন্য ওদের যা দরকার তা-ই দেই।’ স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, ফরাসি কৃষক ও কসাইদের জন্য এটি ‘অগ্রহণযোগ্য অপমান’।—বিবিসি

ইত্তেফাক/এসআর