শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিদ্যুৎ বিল এলো ৮০ কোটি টাকা! দেখেই অসুস্থ গ্রাহক 

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:০০

হাজার বা লাখ টাকা নয়, বিদ্যুৎ বিল এসেছে ৮০ কোটি টাকা। এমন অদ্ভুতুড়ে বিল দেখে এক গ্রাহককে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এই ঘটনা ভারতের। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, মহারাষ্ট্রের নালা সোপারার গণপত নামে এক বৃদ্ধ চাল কলের মালিক। তার বিদ্যুৎ বিল এসেছে ৮০ কোটি টাকা। আর তা দেখে অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষমেষ নিয়ে যেতে হয় হাসপাতালে।  

গণপতের নাতি নাতি নীরজ বলেন, আমরা সবাই তখন চাল কলেই ছিলাম। বিলটা দেখে প্রথমে মনে হয়েছিল বোধহয় পুরো জেলার বিল এটা। কিন্তু ভাল করে খতিয়ে দেখে বুঝতে পারি, তা নয়। এটা আমাদেরই বিল। লকডাউনের সময় মিটার রিডিংয়ের সমস্যা থাকায় বহু ক্ষেত্রেই পরে বেশি টাকার বিল এসেছে। 

তবে শেষ পর্যন্ত ইলেকট্রিসিটি বোর্ড জানিয়েছে, আসলে বিলেই ভুল রয়েছে। 

বোর্ডের এক কর্মীর কথায়, যে এজেন্সি বিল বানিয়েছে তারা ছয় অঙ্কের জায়গায় নয় অঙ্কের বিল বানিয়েছে। গন্ডগোলটা এখানেই। পরে আমরা খতিয়ে দেখতে গিয়ে ভুলটা ধরতে পারি।

অবশেষে নতুন বিল পাঠানো হয়েছে গণপতের পরিবারকে। যা দেখে স্বস্তি ফিরেছে। হাঁফ ছেড়েছেন সবাই। সুস্থ হয়ে উঠেন গণপত। 

ইত্তেফাক/এসআর