শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এ যেন মশার টর্নেডো!

আপডেট : ০১ মার্চ ২০২১, ০২:০২

মশার  ঝাঁকে সৃষ্টি হয়েছে টর্নেডো ! আর্জেন্টিনায় দেখা গিয়েছে এমনই দৃশ্য।  নেট দুনিয়ায় ভাইরালও এই ভিডিও।  স্বাভাবিকভাবেই এই ভিডিও দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা।

ভিডিওতে এক ব্যক্তিকে আতঙ্কিত সুরে স্প্যানিশ ভাষায় বলতে শোনা গিয়েছে, ”এটা ক্রমেই বড় হচ্ছিল। এমনটা আমি এর আগে কখনও দেখিনি।” ব্যাপারটাকে মোটেই ভালভাবে নিচ্ছেন না পরজীবী বিশেষজ্ঞরা।

জুয়ান জোস গার্সিয়া নামের এক বিশেষজ্ঞের দাবি, বুয়েনস আয়ার্সে বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে। ফলে বহু জায়গায় পানি জমে গিয়েছে। যার ভিতরে ইচ্ছেমতো ডিম পেড়েছে মশার দল। এর ফলে রাতারাতি প্রচুর পরিমাণে সংখ্যাবৃদ্ধি ঘটেছে তাদের। তারই ফলশ্রুতি ওই টর্নেডোর আকারে মশার ঝাঁক। 

গার্সিয়ার আশঙ্কা, ওই বাহিনী চাইলে শহরও ধ্বংস করে দিতে পারে। সবথেকে বেশি ঝুঁকি রয়েছে যারা মাঠে কৃষিকাজ করেন, তাদের। 

ইত্তেফাক/এআর