শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এক চেয়ারেই আলাদা বসতে পারছে পোষ্য প্রাণী ও মানুষ!

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৬:৫৪

আমাদের চারপাশে অসংখ্য মানুষ আছে যারা নিজ গৃহে বিড়াল ও কুকুর লালন-পালন করতে পছন্দ করেন। পোষ্য প্রাণীগুলোও মনিবের পাশাপাশি গা ঘেঁষে থাকতে ভালোবাসে। কিন্তু এতে মাঝেমধ্যে সমস্যায় পরতে হয়। বিশেষ করে মনিব যখন কোনো কাজ করতে যায় তখন সঙ্গ ছাড়তে চায় না তারা।

এমন সমস্যার সমাধান করতে এবার বিকল্প উপায় বের করলেন সাইমন গিয়ের্তজ নামের এক নারী। তিনি একটি চেয়ার তৈরি করেছেন। যেখানে একজন মানুষ বসার পাশাপাশি পোষ্য প্রাণীও সহজেই বসতে পারবে।

 

I built a chair for needy pets that always want to sit next to you. pic.twitter.com/loTmxmsnQ5

— Simone Giertz (@SimoneGiertz) March 30, 2021

 

নিজ টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যায়, চেয়ারটিতে বসে কাজ করছেন সাইমন গিয়ের্তজ। মুহূর্ত পরেই সেখানে উঠে নিজ জায়গামতো বসে পরেছে তার পোষ্য বিড়ালটি।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, আমি আমার বিড়ালের জন্য একটি চেয়ার তৈরি করেছি। কারণ, এটি সবসময় আমার পাশে বসতে চায়।

ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। কেবল টুইটারেই দেখেছেন ৪.৬ মিলিয়নের বেশি মানুষ। কমেন্ট পরেছে প্রায় ৬০ হাজার এবং রিয়েক্ট পরেছে ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ।

ইত্তেফাক/টিএ