শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মঙ্গলগ্রহে রংধনু!

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৮:২৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মঙ্গলগ্রহের একটি ছবি পোস্ট করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেখানে দেখা যায়, মঙ্গলের আকাশে পৃথিবীর মতো রংধনু শোভা পাচ্ছে! যা নিয়ে নেটিজেনদের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

 

#MarsHelicopter touchdown confirmed! Its 293 million mile (471 million km) journey aboard @NASAPersevere ended with the final drop of 4 inches (10 cm) from the rover's belly to the surface of Mars today. Next milestone? Survive the night. https://t.co/TNCdXWcKWE pic.twitter.com/XaBiSNebua

— NASA JPL (@NASAJPL) April 4, 2021

 

অনেকেই প্রশ্ন করছেন, এটা কি রংধনু? অবশ্য পরে অপর এক টুইটে বিষয়টির ব্যাখ্যা দিয়েছে নাসা। জানিয়েছে, এটি রংধনু নয় এবং তা মঙ্গলের আকাশেও সৃষ্টি হওয়া সম্ভব না। ছবিতে যেটি দেখা যাচ্ছে সেটি বিশেষ যানের থেকে সৃষ্টি হওয়া লেন্স ফ্লেয়ার।

নাসার মঙ্গল রোভার থেকে ছবিটি তোলা হয়েছে।  গত ৪ মার্চ টুইট শেয়ার করার পরপরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে ৭ এপ্রিল আরেক টুইটের মাধ্যমে নেটিজেনদের কনফিউশন দূর করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

 

Many have asked: Is that a rainbow on Mars? No. Rainbows aren't possible here. Rainbows are created by light reflected off of round water droplets, but there isn't enough water here to condense, and it’s too cold for liquid water in the atmosphere. This arc is a lens flare. pic.twitter.com/mIoSSuilJW

— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) April 6, 2021

 

বলা হয়, অনেকেই প্রশ্ন করছেন. মঙ্গলে এটি কি রংধনু? না, এখানে রংধনু সৃষ্টি হওয়া সম্ভব নয়। বৃষ্টিপাতের ফলে বৃত্তাকার জলের ফোঁটা থেকে হালকা প্রতিচ্ছবি দ্বারা তৈরি হয় রংধনু। কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নেই। এটি হচ্ছে লেন্স ফ্লেয়ার।

ইত্তেফাক/টিএ