মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্ষুধার্তদের ফ্রিতে বিরিয়ানি অফার করছেন দোকানি!

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২৩:৩৮

মাঝেমধ্যে আমরা এমন কিছু মানবিক ঘটনার সাক্ষী হই যা দেখার পর চোখে শান্তির পরশ বয়ে যায়। এবার তেমনই একটি ব্যাপার দেখা গেলো দক্ষিণ ভারতের কয়ম্বাটোরের পুলিয়াকুলামে। এক ব্যক্তি তার দোকানে ক্ষুধার্ত মানুষদের ফ্রিতে বিরিয়ানি খেয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে।

‘মানুষ যেখানেই আছে সেখানে দয়া করার সুযোগ রয়েছে’, শতবছর আগে কথাটি বলেছিলেন রোমান দার্শনিক লুসিয়াস আনায়েস সেনেকার। যা এখনও সত্য। কয়ম্বাটোরের রাস্তার পাশে বিরিয়ানি বিক্রেতা সম্পর্কে উক্তিটি যেন যথাযথভাবে প্রমাণিত।

দোকানটি নিয়ে টুইটারে একটি পোস্ট করেছেন রেডিও জকি ও অভিনেতা বালাজি। সেটিতে দুটি ছবি যুক্ত করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘কয়ম্বাটোরের পুলিয়াকুলামের এই ছোট্ট রাস্তার ধারের বিরিয়ানির দোকানটি কত বড়! মানবতা তার সেরা সময়ে আছে।’

 

What a great gesture by this small roadside biryani shop in Puliakulam, Coimbatore.! Humanity at its best !!! ❤️ pic.twitter.com/VZYWgRzwaN

— RJ Balaji (@RJ_Balaji) April 15, 2021

 

একটি ছবির মধ্যে রাস্তার পাশে দোকানটিকে দেখাচ্ছে। অন্য ছবিতে দোকানের সামনে থাকা একটি বিলবোর্ডকে দেখানো হয়েছে। সেটিতে তামিল ভাষায় লেখা, ‘আপনি কি ক্ষুধার্ত? তাহলে ভালোবাসার সাথে এটি (বিরিয়ানি) গ্রহণ করুন।’

ইত্তেফাক/টিএ