শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দিল্লিতে মদ কেনার লাইনে ‘সুরারসিক’ নারীর দাবি: টিকা নয়, ‘পেগ’ চাই

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৬:১৭

রাত ১০টা থেকে শুরু হচ্ছে লকডাউন। দিল্লিতে এই খবর ছড়াতেই বিভিন্ন জায়গায় মদের দোকানের বাইরে লম্বা লাইন পড়ে যায়। ফিরে আসে ২০২০ সালের স্মৃতি। সেবার অবশ্য লকডাউন ওঠার পরে লাইন লাগিয়েছিলেন গোটা দেশের সুরারসিকরা। এবার আগেই জমা করার জন্য দীর্ঘ লাইন দেখা গেল। সেই লাইনে দাঁড়িয়ে এক মধ্যবয়স্কা মহিলার করা দাবি, মদ খেলে করোনা হবে না। তাই লকডাউনে বাকি সব বন্ধ থাকলেও মদের দোকান খোলা রাখা উচিত সরকারের।

বার্তা সংস্থা এনআই’র প্রকাশ করা ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, ‘মদের মধ্যে অ্যালকোহল থাকে। ইঞ্জেকশন কাজ না করলেও অ্যালকোহল কাজ করবে। যারা মদ্যপায়ী তাদের ওষুধে কাজ না হলেও মদে কাজ হবে। মদের মহিমা তিনি নিজের জীবনের মধ্য দিয়ে বুঝেছেন দাবি করে এও বলেছেন, ‘আমি ৩৫ বছর ধরে মদ খাচ্ছি। দিনে এক পেগ করে খাই। তাই আজ পর্যন্ত অন্য কোনো ওষুধ খেতে হয়নি। তিনি মনে করেন, এমন গুনের জন্যই লকডাউনের সময়ও মদের দোকান খোলা রাখা উচিত। তাহলে হাসপাতালে রোগীর সংখ্যাও কমে যাবে এবং মদ্যপায়ীরা বেঁচে থাকবেন বলে দাবি করেন ওই নারী। -আনন্দবাজার পত্রিকা

ইত্তেফাক/এসএ