শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফ্লাইটেই প্রসব, সন্তান গর্ভে জানতেন না নারী!

আপডেট : ০৬ মে ২০২১, ১৭:৪৬

ফ্লাইটের মধ্যে হঠাৎ করেই শিশু সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। তবে আশ্চর্য্যের ব্যাপার হলো, নিজে যে সন্তানসম্ভবা তা তিনি জানতেন না। আজ বৃহস্পতিবার (৬ মে) এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, লাভিনিয়া লাভি মৃঙ্গা নামের ওই নারী গত সপ্তাহে পরিবারের সঙ্গে উটাতে নিজের বাড়ি থেকে হাওয়াইয়ের হনোলুলুর উদ্দেশ্যে ফ্লাইটে যাচ্ছিলেন। তবে তার কোনো ধারণাই ছিল না যে তিনি ফ্লাইটে সন্তান প্রসব করবেন।

হাওয়াই প্যাসিফিক স্বাস্থ্যের সঙ্গে দেওয়া এক ভিডিও ইন্টারভিউতে লাভিনিয়া লাভি মৃঙ্গা বলেন, আমি যে সন্তানসম্ভ্যবা তা জানতাম না। তারপরে এই শিশুটি আসলো।

শিশুটির নাম রাখা হয়েছে রেমন্ড মৃঙ্গা। মায়ের পেটে মাত্র ২৯ সপ্তাহ থাকার পরই সে পৃথিবীর আলোর মুখ দেখেছে। তাকে বর্তমানে ১০ সপ্তাহের জন্য হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।

খালিজ টাইমস জানিয়েছে, ওই নারীর যখন প্রসব বেদনা উঠে তখন ফ্লাইটে সৌভাগ্যবশত হাওয়াইয়ের উত্তর ক্যানসাস সিটি হাসপাতালের একজন চিকিৎসক ও তিন জন নার্স ছিল। তারাই শিশুর প্রসবে সহায়তা করেছে।

ইত্তেফাক/টিএ