বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিপন্ন অলিভ রিডলি প্রজাতির ১.৪৮ কোটি কচ্ছপ ছানার জন্ম

আপডেট : ১০ মে ২০২১, ১৫:০২

ভারতের ওডিশার কেন্দ্রপাড়া জেলার গহিরমাথা সমুদ্র সৈকতে ডিম্বাণু থেকে বিপন্ন অলিভ রিডলি প্রজাতির মোট ১ কোটি ৪৮ লাখ শিশু কচ্ছপের জন্ম হয়েছে। এর মধ্য দিয়ে জনহীন দ্বীপটি অনন্য প্রাকৃতিক ঘটনার সাক্ষী হলো। আজ সোমবার (১০ মে) স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

ভিটারকানিকা ম্যানগ্রোভের (বন্যজীবন) বিভাগীয় বন কর্মকর্তা বিকাশ রঞ্জন দাশ বলেন, গত সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত গহিরমাথা সমুদ্রের জলে মিশ্রিত ডিম ভেঙে ১ কোটি ৪৮ লাখ শিশু কচ্ছপের জন্ম হয়েছে।

 

Millions of hatchlings of Olive Ridley at Gahiramatha, Odisha taking the 1st steps to their home. This pageant will continue for few more days.

Unparalleled scene of nature’s beauty.And after years, some will return to the same spot for lying eggs. Amazing nature???? pic.twitter.com/WMFpLv9ev2

— Susanta Nanda IFS (@susantananda3) May 5, 2021

 

গত ২৫ এপ্রিল থেকে শিশু কচ্ছপের জন্মগ্রহণ শুরু হয় এবং বর্তমানে এটি শেষ হয়ে এসেছে, যোগ করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, হুইলার্স দ্বীপের প্রতিরক্ষা ইন্সটেলেশনের কাছাকাছি নাসি-২ দ্বীপে নারী কচ্ছপের খননকৃত বাসায় পাড়া ২ লাখ ৯৮ হাজার ডিম থেকে এই কচ্ছপ ছানাগুলোর জন্ম হয়েছে।

বিকাশ রঞ্জন দাশ বলেন, বাসা থেকে বের হওয়ার পর কচ্ছপ ছানাগুলো দল বেধে সমুদ্রের দিকে চলে যায়।

ইত্তেফাক/টিএ