শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগ্নেয়গিরির লাভায় তৈরি হচ্ছে ‘পিৎজা’

আপডেট : ১৩ মে ২০২১, ২১:১৬

পিৎজা তাও আবার আগ্নেয়গিরির লাভায়। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে  গুয়াতেমালায়। এই ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাউ নিউজের বরাতে জানা যায়, গুয়াতেমালার প্যাচায়া আগ্নেয়গিরিতে ফেব্রুয়ারি মাস থেকে লাভা নির্গত হতে শুরু করেছে। ফলে সেখানকার প্রশাসন দুর্ঘটনা এড়াতে সেখানে কড়া সতর্কতা জারি করেছে। তবে সেখানকার বাসিন্দা ডেভিড গার্সিয়ার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। সে এসবের তোয়াক্কা না করে ওই পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে যাওয়া গলিত লাভার স্রোত তার কাছে হয়ে উঠেছে রান্নাঘর। সে সেখানে ঘুরতে আসা পর্যটক এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।

৩৪ বছর বয়সী ডেভিড গার্সিয়া পর্যটক এবং স্থানীয়দের বিস্মিত করে স্মোলারিং আগ্নেয় শিলার ওপর “প্যাচায়া পিৎজা” রান্না করে তা পরিবেশনও করেছেন। যার ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ওই ছবিতে দেখা যাচ্ছে গরম আগ্নেয়গিরির তরল লাভার মধ্যে বড় একটি ট্রের উপর পিৎজা বানাচ্ছেন তিনি।

ইত্তেফাক/এএইচপি