বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান

আপডেট : ১৮ জুন ২০২১, ১৩:৪০

আফ্রিকার দক্ষিণাঞ্চলের বৎসওয়ানায় ২২০ গ্রাম ওজনের একটি হীরার খণ্ড পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ১ হাজার ৯৮ ক্যারেটের হীরাটি ওজনের দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

বৎসওয়ানা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী গ্যাবোরন থেকে ১২১ কিলোমিটার (৭৫ মাইল) দূরত্বে অবস্থিত জওয়ানং খনির দক্ষিণ কিম্বারলাইট পাইপ থেকে গত ১ জুন হীরাটি খুঁজে পাওয়া গেছে।

বৎসওয়ানা সরকারের মালিকানাধীন ডায়মন্ড কোম্পানি দেবসওয়ানা ও বেসরকারি সংস্থা ডি বিইরস মাইনিং গ্রুপ যৌথভাবে এই খনিটির মালিক। তারা বলছে, হীরাটি সংস্থার ৫০ বছরের ইতিহাসে পাওয়া সবচেয়ে বড় আর মূল্যবান রত্ন।

অবশ্য এই হীরার দাম এখনো ঠিক করতে পারেনি সংস্থাটি। বড় হীরার নাম দেওয়ার প্রচলন থাকলেও এটির নামকরণ এখনো হয়নি।

সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর লিনেট আর্মস্ট্রং জানিয়েছেন, হীরাটি সরকারিভাবে বিক্রি করা হবে নাকি বেসরকারিভাবে, তা এখনো নির্ধারিত হয়নি।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হীরার প্রকৃত ওজন ২১৯ দশমিক ৬ গ্রাম এবং এটির পুরুত্ব ২৭ মিলিমিটার, দৈর্ঘ্য ৭৩ মিলিমিটার ও প্রস্থ ৫২ মিলিমিটার।

ইত্তেফাক/টিএ