বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গঙ্গা নদীতে ভাসমান বাক্স থেকে নবজাতক উদ্ধার

আপডেট : ১৮ জুন ২০২১, ১২:০৯

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গাজীপুরে গঙ্গা নদী থেকে সদ্যোজাত এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মাত্র ৩ সপ্তাহ বয়সী এই শিশুটি নদীতে ভাসতে থাকা একটি কাঠের বাক্সের মধ্যে ছিল। তাকে উদ্ধার করেন স্থানীয় মাঝি গুল্লু চৌধুরী। বিবিসির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার গঙ্গায় একটি কাঠের বাক্স ভাসতে দেখেন মাঝি গুল্লু চৌধুরী। সেটি থেকে কান্নার শব্দ আসছিল। তা শুনে বাক্স খুলে দেখেন ভেতরে সদ্যোজাত এক কন্যাশিশু।

মাঝি গুল্লু চৌধুরী বলেন, শিশুকন্যাটিকে উপহার দিয়েছে গঙ্গা নদী। তাই এটিকে বড় করতে চাই। যে বাক্স থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে সেটিতে হিন্দু দেব-দেবীদের ছবি লাগানোসহ  শিশুর রাশিফলও ছিল। সেখানে জন্ম তারিখও উল্লেখ করা ছিল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শিশু কল্যাণ কর্মকর্তাদের মাধ্যমে শিশুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন কার কাছে থাকবে তা এখনো নির্ধারিত হয়নি। ঘটনার তদন্ত চলছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, নবজাতকের শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং তার বাবা-মায়ের সন্ধান করা হচ্ছে।

এদিকে, শিশুটিকে উদ্ধার করা মাঝির প্রশংসা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, নবজাতকের সকল দায়িত্ব নেবে রাজ্য সরকার। আর মাঝি সকল সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।

ইত্তেফাক/টিএ