মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আমের নিরাপত্তায় তিন গার্ড ও ৯টি কুকুর নিয়োগ দিয়েছে এক দম্পতি!

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:২৬

আম ও আমের চারা পাহারা দেওয়ার জন্য নিরাপত্তা বাড়িয়েছে এক দম্পতি। সেই লক্ষ্যে ৯টি কুকুর ও তিন জন নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছে তারা। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের জাবালপুরে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

সেখানে বলা হয়েছে, দম্পতিটির বাগানে যে আম রয়েছে সেটির নাম হলো মিয়াজাকি আম বা তাইয়ো না তামাগো বা সূর্যের ডিম। গত বছর আন্তর্জাতিক বাজারে এগুলো প্রতি কেজি ২.৭০ লাখ রুপি করে বিক্রি হয়েছিল।

কয়েক বছর আগে রানি ও সঙ্কল্প পরিহর নামের এই যুগলকে দুটি আমের চারা উপহার দিয়েছিল এক ট্রেন যাত্রী। এটির আমের যে এত দাম তা তখন তাদের জানা ছিল না।

বর্তমানে তাদের বাগানে এমন ১৫০টি চারা রয়েছে। অবশ্য মাত্র চারটি গাছে আম ধরেছে।

স্থানীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই দম্পতি জানান, গত বছর চুরির ঘটনা তাদের এ বছর নিরাপত্তা বাড়াতে বাধ্য করেছে। সে সময় স্থানীয় ও আশপাশের বাসিন্দারা কিছু ফল চুরি করেছিল।

ফলগুলো বিক্রি করতে অনেক ভালো অফার পাচ্ছেন তারা। কিন্তু এই মুহূর্তে এগুলো বিক্রি করতে রাজি নন রানি ও সঙ্কল্প পরিহর। জানান, এক ব্যক্তি প্রতি পিস ২১ হাজার রুপি করে কিনতে চেয়েছিল। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আরও ফল উৎপাদনের জন্য এগুলো ব্যবহার করবো।

ইত্তেফাক/টিএ