শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নারীদের ৭০০ অন্তর্বাস চুরির পর গ্রেফতার চোর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:২১

জাপানের এক ব্যাক্তি একটি দুটো নয়, নারীদের ৭০০ অন্তর্বাস চুরির দায়ে গ্রেফতার হয়েছেন। বিভিন্ন লন্ড্রি থেকে তিনি এই অন্তর্বাসগুলো চুরি করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

খবরে বলা হয়, ৫৬ বছর বয়সী ওই ব্যাক্তির নাম তেতসুয়ো উরাতা। সম্প্রতি এক লন্ড্রি থেকে ৬ জোড়া প্যান্টি চুরি করতে গিয়ে ধরা পরেন। এরপরই বেড়িয়ে আসে তার অন্তর্বাস চুরির যতো ইতিহাস।

A man was arrested on suspicion of stealing more than 700 pieces of women's  underwear from coin laundromats

ধরা পড়ার পরে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। সেখানে ৭৩০টি অন্তর্বাস পাওয়া যায়। তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করে পুলিশ। পরে তিনি তার অপরাধ স্বীকার করে নিয়েছেন।

তার বাড়িতে পাওয়া অন্তর্বাসের ছবি অনলাইনে শেয়ার করেছে পুলিশ। এতে দেখা গেছে, বাড়ির মেঝেতে শত শত অন্তর্বাস বিছানো রয়েছে। এরপরই ওই ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। তাতে নানা রকম মজার মজার মন্তব্য করছেন নেটিজেনরা।

এর আগেও জাপানে অন্তর্বাস চুরির একটি ঘটনা ঘটেছিলো। তাকাহিরো কুবো নামের এক ইলেক্ট্রিশিয়ান ৪২৪টি অন্তর্বাস চুরি করেছিলেন। এরমধ্যে কিশোরীদের সুইমস্যুটও ছিলো। যুক্তরাষ্ট্রেও একজনকে অন্তর্বাস চুরির দায়ে গ্রেফতার হতে হয়েছিল।

ইত্তেফাক/টিআর