শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মনপুরায় ১০ ফুট লম্বা চিচিঙ্গা চাষ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:০২

ভোলার মনপুরায় ১০ ফুট লম্বা চিচিঙ্গা চাষ করে সফল হয়েছেন মনোয়ারা বেগম মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক উৎপল মণ্ডল। তিনি তার বাড়ির আঙিনায় এ চাষ শুরু করেন। সম্পূর্ণ রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত ফসল চাষ করে সফল তিনি।

তিনি জানান, বীজ বপনের এক সপ্তাহের মধ্যেই অঙ্কুর বের হয়। ফুল আসার ১৫-২০ দিনের মধ্যে চিচিঙ্গা দ্রুত বড় হয়ে ১০ ফুট লম্বা হয়ে যায়।

মনপুরায় ১০ ফুট লম্বা চিচিঙ্গা চাষ

উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী জানান, প্রভাষক উৎপল মণ্ডল ভারতের চেন্নাই থেকে বীজগুলো সংগ্রহ করেছেন। উপজেলায় এ প্রজাতির ফসলের চাষ উপযোগিতা নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। সফল হলে তা কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।

ইত্তেফাক/এমআর