বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাস্তায় জমা পানিতে ১৫ কেজি মাছ শিকার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৭

ভারতের নিউটাউনের এক রাস্তায় জমা পানি থেকেই ১৫ কেজি মাছ শিকার করেছে স্থানীয় এক পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রথমে পিউ নামে ওই তরুণী তার ভাইকে নিয়ে একটি কাতলা মাছ শিকার করেন রাস্তার পানি থেকে। এরপর বাড়িতে ফোন করলেন জাল আনার জন্য। পরে পরিবারের সবাই মিলে সারা রাতে প্রায় ১৫ কেজি মাছ ধরেছে তারা।

ভিডিওতে পিউ বলেন, রাতে ভাইয়ের সঙ্গে খাবার কিনতে যাচ্ছিলাম। বাইকের আলো রাস্তার পানিতে পড়তেই চিকচিক করতে দেখি। বুঝতে পারি প্রচুর মাছ সেখানে। বাইক থেকে নেমে ভাইবোন মিলে হাত দিয়ে বেশ কিছু মাছ ধরতে সক্ষম হই। তখনই বাড়িতে ফোন করে জাল আনার কথা বলি। সারারাত ধরে প্রায় ১৫ কেজি মাছ ধরা হয়।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, জাল ফেললেই উপচে পড়ছে ছোট-বড় খলবলে তরতাজা মাছ। তাদের দেখাদেখি অনেকেই এর পর জড়ো হন মাছ ধরতে।

ইত্তেফাক/টিআর