বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুতিনের নামে নাম রাখা মানা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৮

জনপ্রিয় বা প্রভাবশালী ব্যক্তিদের নামে শিশুদের নাম অনেকেই রাখেন। কিন্তু ইউরোপের দেশ সুইডেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে নাম রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

Couple Banned From Naming Their Newborn Baby Vladimir Putin - UNILAD

বিশ্বজুড়ে প্রভাবশালী নেতাদের অন্যতম হলেও নিজ দেশে বিরোধী মত দমনে চরম কঠোর অবস্থানের কারণে তিনি সমালোচিতও। সেই মানুষের নামে সন্তানের নাম রাখা যাবে না। অবিশ্বাস্য হলেও এই কাণ্ড ঘটিয়েছে সুইডেন। যদিও জনপ্রিয় অন্য কোনো বিশ্বনেতা কিংবা তারকার নামে সন্তানের নাম রাখায় দেশটিতে কোনো বিধিনিষেধ নেই।

সম্প্রতি সুইডেনের দক্ষিণাঞ্চলে এক দম্পতি তাদের নবজাতকের নাম ‘ভ্লাদিমির পুতিন’ রাখতে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কিন্তু তাদের আবেদন শুধু নাকচই করেনি কর্তৃপক্ষ, একই সঙ্গে সন্তানের নাম ‘ভ্লাদিমির পুতিন’ রাখার ব্যাপারে নিষেধাজ্ঞাও জারি করেছে দেশটির কর কর্তৃপক্ষ।

ইত্তেফাক/এফএস